নিজস্ব সংবাদদাতা : বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে অনিয়ম ও কর্মীদের মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছন তালতলী উপজেলার সাবেক চেয়ারম্যান রেজবি-উল-কবির জোমাদ্দার।
সোমবার (১০ জুলাই) দুপুরে বরগুনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
রেজবি-উল-কবির জোমাদ্দার বলেন, নির্বাচনের দিন তালতলীর অনেকগুলো ভোটকেন্দ্রে আমার এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া, জাল ভোট দেওয়া সহ অনেক অনিয়ম ও দুর্নীতি হয়েছে।
বিগত পাঁচ বছর আগে আমি তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে সুনামের সাথে দায়িত্ব পালন করেছি। গত ৫ জুন চতুর্থ ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে ১৯৯১ ভোটের ব্যবধানে মনিরুজ্জামান মিন্টুর কাছে হারিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই আমার নেতাকর্মী সহ শতাধিক সমর্থকের উপর হামলা, ঘরবাড়ী ভাংচুর ও লুটপাট করে মিন্টুর লোকজন। একটি স্কুলের প্রধান শিক্ষককেও তারা মারধর করেছে।
তিনি আরও বলেন, গত পাঁচ বছর পূর্বে মনিরুজ্জামান মিন্টু তালতলী উপজেলার চেয়ারম্যান থাকা অস্থায় ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির কারণে মাত্র চার বছর দায়িত্ব পালন করতে পেরেছেন। এ সময় তিনি বিভিন্ন মানুষদেরকে নির্যাতন করতেন। তৎকালীন তালতলীর নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, মসজিদের ইমামসহ শতাধিক লোককে তিনি মারধর করেছেন। এখন আবার বেপরোয়া হয়ে মারধর শুরু করেছেন।
সে চেয়ারম্যান থাকাকালীন তার বিরুদ্ধে প্রায় ২০টি মামলায় হয়। এখনও একাধিক মামলা চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে তালতলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন চুন্নু, বড়বর্গী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক মারুফ রায়হান তপু প্রমুখ উপস্থিত ছিলেন।