বরগুনা প্রতিনিধি :
বরগুনা সদর উপজেলায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের গৃহ মেরামত ও বাড়ির আঙ্গিনায় সবজি চাষের জন্য নগদ অর্থ বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে উপজেলা পরিষদের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে নগদ ৭ হাজার টাকা করে ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম মিঞা।
এছাড়াও এসময় জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. লাভলী আক্তার নীপা, সাংবাদিক আবু জাফর সালেহ, ঢলুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুমন মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।