জাতীয়

বরগুনায় আমতলীতে বহিষ্কৃত নেতা কর্মীকে নিয়ে যুবদলের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক: নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বরগুনা আমতলী উপজেলা যুবদল।

শনিবার (১৩) জুলাই বিকেল পাঁচটার দিকে উপজেলা যুবদলের আহবায়ক কবির ফকিরের নেতৃত্বে কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেন এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন মামুন সিকদার সহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা।

এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে নেতা কর্মীদের মধ্যে, দলের সিদ্ধান্ত অমান্য করে মিছিলে যোগ দেয় বহিষ্কৃত বরগুনা জেলা যুবদলের তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক ও আমতলী চাওড়া ইউনিয়নের যুবদলের আহবায়ক মোমেন আকন,এর আগে তাকে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণার অংশ নিয়ে সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছেন তিনি।

একাধিক নেতাকর্মীরা বলেন, ইউনিয়ন যুবদলের আহবায়ক মোমেন আকন,তিনি সংগঠনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে করে বহিষ্কার হয়েছে তিনি কিভাবে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করে, তা আমাদের জানাই, সাংগঠনিক ভাবে বলা আছে কোন বহিষ্কৃত নেতা কর্মী দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না ।

এ বিষয়ে আমতলী উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. কবির ফকির মুঠোফেনে বলেন , মোমেনকে দল থেকে বহিষ্কার হয়েছে সেটা সত্য তাকে বিভিন্ন সময়ে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করে,সে তো আমার কথায় এখানে আসে নাই আমার বিরুদ্ধে দলের লোকেরাই দায়ী করছে এ বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না ।

বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে তাকে কেন্দ্রীয় পদক্ষেপে বহিষ্কার করা হয়েছে তারপরও কিভাবে তিনি দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করে এ বিষয়ে খতিয়ে দেখা হবে.এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ জুন) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় যুবদলের কমিটি ঘোষণার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল এবং দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল পদে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button