বিনোদন

প্রিয়াঙ্কা চোপড়ার আইকনিক চরিত্রে কিয়ারা

বিনোদন ডেস্ক: ফারহান আখতারের ‘ডন টু’ ছবিতে শাহরুখ খান আর প্রিয়াংকা চোপড়াকে দেখা গিয়েছিল। গুঞ্জন রয়েছে, এই ছবি করতে গিয়েই নায়ক নায়িকা একে অন্যের প্রেমে পড়েন। ফলে পর্দায় সেই প্রেমের আবেশ স্পষ্ট বোঝা যায় তাদের রসায়নে। ছবিটিতে, শাহরুখ প্রিয়াঙ্কার উদ্দেশ্যে বলেছিলেন, ‘মুঝে জংলি বিল্লি বহত পছন্দ হ্যায়’।

এই সংলাপ ও প্রিয়াঙ্কার দুর্দান্ত অভিনয়ের জন্য চরিত্রটি আইকনিক হয়ে উঠেছে। এবার সেই ছবির সিক্যুয়েল নির্মিত হচ্ছে। ‘ডন থ্রি’ ছবি ঘিরে এখন থেকেই সবার আগ্রহ প্রবল। এই ছবিকে কেন্দ্র করে প্রায়ই নতুন খবর উঠে আসছে। এখনকার খবর অনুযায়ী, এই ছবিতে জুটি বেঁধে আসতে চলেছেন রণবীর সিং এবং কিয়ারা আদভানি। শোনা গিয়েছিল, ছবির নির্মাতাদের পছন্দের তালিকায় ছিল কৃতি শ্যানন আর কিয়ারা আদভানির নাম। পর্দার বাইরে কিয়ারার সঙ্গে রণবীরের সম্পর্ক বেশ ভালো। তাই এই বলিউড নায়ক পর্দায় তার নায়িকা হিসেবে কিয়ারাকেই বেছে নিয়েছেন।

আরও শোনা গিয়েছিল, কিয়ারার কাছে ‘ডন থ্রি’র প্রস্তাব রাখতে তিনি সঙ্গে সঙ্গে সম্মতি দিয়েছিলেন। তবে ‘ডন থ্রি’র ‘জংলি বিল্লি’ হয়ে ওঠার জন্য কিয়ারা এক বড় অঙ্কের পারিশ্রমিক দাবি করেছিলেন।

বলিউড হাঙ্গামা অনলাইনের খবর অনুযায়ী, এই ছবির জন্য তিনি ১৩ কোটি রুপি পারিশ্রমিক হিসেবে চেয়েছিলেন। আর নির্মাতারা তা খুশি খুশি দিয়েছেন বলে খবর। কিয়ারার ক্যারিয়ারের সবচেয়ে বড় অঙ্কের পারিশ্রমিক এটা।

এই বলিউড নায়িকাকে সিদ্ধার্থ আনন্দের ‘ওয়ার টু’ ছবিতে দেখা যাবে। এই ছবির জন্য তিনি যা পারিশ্রমিক নিয়েছেন, তার দ্বিগুণ ‘ডন থ্রি’র জন্য নিয়েছেন বলে খবর। জানা গেছে, ‘ডন’-এর এই সিক্যুয়েল ছবিতে কিয়ারাকে দুরন্ত অ্যাকশন করতে দেখা যাবে। আর তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে চলেছেন এই বলিউড অভিনেত্রী।

ফারহান আখতারের ‘ডন থ্রি’ ২০২৫ সালে মুক্তি পাবে। তবে দর্শক ‘ডন’-এর মিকায় আবার শাহরুখ খানকেই দেখতে চেয়েছিলেন। কিং খানের পরিবর্তে রণবীরের নাম ঘোষিত হওয়ায় আশাহত হয়েছিলেন সিনেমাপ্রেমীরা।

তাদের মতে, আসল ‘ডন’ শাহরুখ খান ছাড়া আর কেউ নন। রণবীর আর কিয়ারার জুটিকে দর্শক কতটা খোলা মনে স্বাগত জানাবেন, তা-ই এখন দেখার অপেক্ষা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button