অর্থনীতিজাতীয়

এডিপির আকার কমেছে ১৮ হাজার কোটি টাকা

মূল বরাদ্দ থেকে ১৮ হাজার কোটি কমিয়ে চলতি অর্থবছরের জন্য ২ লাখ ৪৫ হাজার কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি।

এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা ও প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি উৎস থেকে ৮৩ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় হবে।

মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি সভায় আরএডিপি অনুমোদন দেয়া হয়।
সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আবদুস সালাম এ সব তথ্য সাংবাদিকদের জানান।

পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকার ও পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার ব্রিফিংয়ে বক্তব্য রাখেন।

ব্রিফিংয়ে বলা হয়, চলতি অর্থবছরের শুরুতে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন দেয়া হয়েছিল। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা ও বিদেশি সহায়তা থেকে৯৪ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল।

এ হিসাবে সংশোধিত এডিপিতে বৈদেশিক অংশে ১০ হাজার ৫০০ কোটি টাকা ও সরকারের অংশে সাড়ে সাত হাজার কোটি টাকা কমেছে।
মূল এডিপিতে যেখানে এক হাজার ৩৪০টি প্রকল্প ছিল তা সংশোধিত এডিপিতে বাড়িয়ে এক হাজার ৫৮০টি করা হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী জানান, এডিপি সংশোধন একটি চলমান প্রক্রিয়া। বছরের শুরুতে কিছু ধারণার ভিত্তিতে প্রকল্পে অর্থ বরাদ্দ দেয়া হয়ে থাকে। পরে দেখা যায় সে অনুযায়ী ব্যয় করা যায় না।

আবার ধারণা অনুযায়ী অর্থের যোগান না হওয়ার কারণেও বরাদ্দ কমাতে হচ্ছে বলে জানান মন্ত্রী।

তিনি জানান, চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে যে মোট বরাদ্দ দেওয়া হচ্ছে, তার মধ্যে ১৫টি সেক্টরের আওতায় প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে দুই লাখ ২৩ হাজার ৫৫৩ কোটি তিন লাখ টাকা।

এছাড়া ৯টি উন্নয়ন সহায়তা খাতে মোট বরাদ্দ হচ্ছে ৩ হাজার ৩৯০ কোটি টাকা এবং বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা খাতের থাকছে ১৮ হাজার ৫৬ কোটি ৯৭ লাখ টাকা। এসব মিলে মোট বরাদ্দ দাঁড়ায় ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। পাশাপাশি এই হিসেবের বাইরে বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে ৯ হাজার ৩৯১ কোটি ৬৪ লাখ টাকা।

সব মিলিয়ে হিসাব করলে মোট সংশোধিত এডিপির আকার হবে দুই লাখ ৫৪ হাজার ৩৯১ কোটি ৬৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি বরাদ্দ এক লাখ ৬৯ হাজার ৭০২ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তার ৮৪ হাজার ৬৮৯ কোটি ৪৮ লাখ টাকা।

সভায়, ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সংশোধিত এডিপিতে সরকারি তহবিলের ক্ষেত্রে ৩৬টির বরাদ্দ কমছে। দুটির বরাদ্দ অপরিবর্তিত আছে এবং ২০টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বেড়েছে। এদিকে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০টি মন্ত্রণালয় ও বিভাগ হলো- (বরাদ্দের ক্রমানুসারে) স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সেতু বিভাগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়। এসবের অনুকূলে বরাদ্দ দেওয়া হবে মোট সংশোধিত এডিপির ৬৬.৪৮ শতাংশ।

চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে বরাদ্দসহ মোট প্রকল্প থাকছে এক হাজার ৫৮০টি। এর মধ্যে বিনিয়োগ এক হাজার ৩৩৮টি, সম্ভাব্যতা সমীক্ষা ৩৫টি, কারিগরি সহায়তা ১১৫টি এবং সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প ৯২টি। তবে মূল এডিপিতে মোট প্রকল্প সংখ্যা আছে এক হাজার ৩৪০টি। ফলে তুলনামূলক বৃদ্ধি পাচ্ছে ২৪২টি প্রকল্প

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button