জাতীয়

বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা

সোহাগ হাফিজ বরগুনা: দুর্যোগে দ্রুত সাড়া প্রদানের লক্ষ্যে বরগুনা জেলার সেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) জাগোনারীর পাঠশালা প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত কর্মশালায় বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনসহ প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম মিঞা।

এসময় পাবলিক পলিসি ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি মনির হোসেন কামাল, ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক স্বপন, ফুলঝুরি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সরোয়ার, ফায়ারসার্ভিসের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ, রেডক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার আবদুল করিম, প্লান বাংলাদেশের স্পনসরশীপ প্রোগ্রামার কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, জাগোনারীর ডিরেক্টর কমিউনিকেশন ডিউক ইভনে আমিন, রোভার স্কাউটের সাধারণ সম্পাদক তারিক বিন আনসারি সুমন, সিপিপির জয়দেব রায়, জাগোনারীর প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মনিরুজ্জামান প্রিন্স, মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপকূলীয় জেলা বরগুনা একটি দুর্যোগপ্রবল এলাকা। যেখানে ঘুর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষের জান, মাল ও সম্পদের ক্ষতি হয়। এই ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে এবং দুর্যোগকালীন সময়ে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে দ্রুত অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা প্রদানের জন্য অক্সফামের সহায়তায় বরগুনা জেলায় ভলান্টিয়ার পুল প্রকল্প বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা জাগোনারী। যার মাধ্যমে বরগুনা জেলার আগ্রহী স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ সহ তালিকা প্রস্তুত করে দুর্যোগকালীন সময়ে তালিকায় অন্তর্ভুক্ত স্বেচ্ছাসেবকদের কাছে যোগাযোগ স্থাপন করে এবং ক্ষতিগ্রস্থ মানুষকে দ্রুত মানবিক সহায়তা প্রদান করা যাবে। প্রস্তুতকৃত তালিকা আগামী ২৮ মার্চ স্বেচ্ছাসেবক সম্মেলনের মাধ্যমে সরকারি ও বেসরকারি মানবিক সহায়তা প্রদানকারী সংস্থার সাথে আনুষ্ঠানিক ভাবে শেয়ার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button