তাপসী পান্নুর বিয়ের ভিডিও ফাঁস
বলিউড জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। এখনো বিয়ে নিয়ে টুঁ শব্দ করেননি তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, গত ২৩ মার্চই নাকি উদয়পুরে বিয়ে করেছেন। বর প্রেমিক ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বো।
কিছুদিন ধরেই তাপসীর বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। বিয়ে প্রসঙ্গে কোনো প্রশ্ন করা হলে হয় এড়িয়ে গেছেন, নয়তো বিরক্তি প্রকাশ করেছেন তিনি। বেশ কিছুদিন পেরিয়ে গেলেও বিয়ে নিয়ে এখনও মুখ খোলেননি তিনি। অবশেষে বিয়ের ভিডিও ফাঁস হতেই তা ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।
অন্য বলিউড তারকাদের মতো স্বামীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো ছবিও দেননি তিনি। এর মাঝেই ফাঁস হয়ে গেল তাপসী পান্নুর বিয়ের ভিডিও। বলিউডের অন্য নায়িকাদের মতো শাড়ি কিংবা লেহেঙ্গা নয়, বরং লাল রঙের জমকালো সালোয়ার কামিজ পরেই বিয়ে সারলেন তিনি। হাতে চূড়া, চুলে বেণী, চোখে ছিল সানগ্লাস। তাপসীদের বিদেশি বরকে দেখা গেছে শেরওয়ানিতে।
ফাঁস ভিডিওতে দেখা গেছে, শেরওয়ানি পরে দাঁড়িয়ে তাপসীর বিদেশি বর। উল্টোদিকে ফুল দিয়ে ঢাকা চাঁদুরের নীচে নাচতে নাচতে আসছেন তাপসী। এসে বর ম্যাথিয়াসকে জড়িয়ে ধরেন অভিনেত্রী। এরপর হয় মালাবদল। তারপরই একে অপরের গালে চুম্বন এঁকে দেন তারা। খুব বেশি আয়োজন নেই, বরং খানিকটা সাদামাঠা ভাবেই বিয়েটা সেরেছেন তারা।