জাতীয়ধর্ম

সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, জানা গেল ঈদ কবে

এ বছর আন্তর্জাতিক জ্যোতির্বিদদের গণনামাফিক আগেই জানিয়েছিল সৌদি আরবসহ তার পার্শ্ববর্তী দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে ৯ এপ্রিল। বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। অবশেষে সেই ধারণাই সত্যি হলো। সোমবার সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়নি। তাই মঙ্গলবার ৩০ রোজা পালন শেষে পরদিন বুধবার ঈদুল ফিতর উদযাপন করা হবে দেশটিতে।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র দুই মসজিদ কাবা এবং মসজিদে নববির রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের দাফতরিক ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ১৩ মিনিটে দেওয়া এক পোস্টে ইনসাইড দ্য হারামাইনের পক্ষ থেকে বলা হয়, ‘সোমবার সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার ঈদুল ফিতর হবে।’

এদিকে, সোমবার সৌদি আরবে চাঁদ দেখা না যাওয়ার অর্থ হলো বুধবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। সেই হিসেবে বাংলাদেশসহ ভারত ও পাকিস্তানে ঈদ হবে তার পরদিন বৃহস্পতিবার। সৌদি আরবে গত ১০ মার্চ ১৪৪৫ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যায়। ১১ মার্চ থেকে রোজা শুরু হয়। গত বছর সৌদি আরবে রমজান মাস ২৯ দিনের হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button