জাতীয়ধর্ম

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ বুধবার

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় দরবার শরিফের পীরজাদা বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুধুমাত্র সৌদি আরব নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ওপর নির্ভর করে আমরা রোজা পালন ও ঈদুল ফিতর উদযাপন করে থাকি। বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল ৯টায় সাদরা মাজার কমপ্লেক্স মাঠে ঈদের জামাত হবে। এ জামাতে তিনিই ইমামতি করবেন।

বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন।

যেসব গ্রামে আগাম ঈদুল ফিতর উদযাপন – হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, পাইকপাড়া, অলিপুর, কাইতাড়া, মুন্সিরহাট, উভারামপুর, বলাখাল, মনিহার, মূলপাড়া, প্রতাপুর, বাসারা, আইটপাড়া, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, সুরঙ্গচাইল, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, সমেশপুর, উটতলি, মূলপাড়া, বদরপুর, বালিথুবা, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, পাঁচানী, কচুয়া মোহনপুর এবং ও শাহরাস্তি উপজেলার আরও কয়েকটি গ্রাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button