জাতীয়
ঈদে সাংবাদিকদের কাজ করালে তাৎক্ষণিক মজুরি দেওয়ার আহ্বান ডিইউজে’র
ঈদুল ফিতরে বাণিজ্যিক কারণে যেসব প্রতিষ্ঠানে সাংবাদিকরা ছুটির দিনেও কাজ করবেন তাদের প্রাপ্য মজুরি তাৎক্ষণিকভাবে পরিশোধের আহ্বান জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।
সোমবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, উৎসব ছুটি ভোগ করা শ্রমজীবী মানুষের অধিকার। এসব দিনে ডিউটি করানো হলে শ্রম আইন অনুযায়ী তাদের প্রাপ্য পরিশোধ করতে হবে।
এর ব্যত্যয় যেন না ঘটে তার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে নেতৃবৃন্দ বলেন, ছুটির দিনে সাংবাদিক-কর্মচারীরা প্রাপ্য মজুরি না পেলে সরকারের সংশ্লিষ্ট দফতরে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা ছাড়া আর কোনো পথ থাকবে না।
এ সময় সব সংবাদ মাধ্যমে কর্মরত ও ছুটিতে থাকা সাংবাদিক-কর্মচারীদের সবাইকে ঈদ শুভেচ্ছা জানান ডিইউজে’র নেতারা।