শিল্প সাহিত্য

বইমেলার ১৮তম দিনে এলো ৮৩ নতুন বই

ঢাবি প্রতিনিধি: বইমেলার ১৮ তম দিনে নতুন বই এসেছে ৮৩টি। গতকাল শনিবার এ সংখ্যা ছিল ১৭১টি। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৬৭ টিতে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ থেকে বিষয়টি জানানো হয়।

আগামীকালের সময়সূচি ও আলোচনা অনুষ্ঠান: আগামীকাল বইমেলার ১৯তম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ: হাসান আজিজুল হক শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মোজাফ্ফর হোসেন। আলোচনায় অংশগ্রহণ করবেন ফারুক মঈনউদ্দীন এবং মহীবুল আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী।

নতুন বার্তা /সো হা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button