‘শয়তান’ দিয়ে বলিউডে ফিরলেন জ্যোতিকা
বিনোদন ডেস্ক: ১৯৯৮ সালে প্রিয়দর্শনের হিন্দি ছবি ডোলি সাজা কে রাখনার মাধ্যমে অভিষেক হয়েছিল জ্যোতিকার। মাঝখানে বলিউড থেকে একরকম গায়েব হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু দক্ষিণে চুটিয়ে কাজ করেছেন। গত বছর তামিল সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। দীর্ঘ ২৫ বছর পর বলিউডে প্রত্যাবর্তন করলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা। অজয় দেবগন প্রযোজিত ও অভিনীত ছবি ‘শয়তান’-এর অন্যতম মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। এত বছর হিন্দি সিনেমা থেকে দূরে থাকার কারণ ফাঁস করেছেন জ্যোতিকা।
গত বৃহস্পতিবার মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে বিকাশ বেহেল পরিচালিত শয়তান ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আধিভৌতিক থ্রিলারধর্মী এই ছবিতে বশীকরণ ও কালো জাদুর মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ছবিতে শয়তান হয়ে আসছেন বলিউড তারকা আর মাধবন।