ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ এবং তার নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) সরকার।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) এই পদত্যাগপত্র পেশ করা হয়। দেশটিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাত্র এক মাস পর এ ঘটনা ঘটে বলে এক ফিলিস্তিনি মন্ত্রী জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মন্ত্রী বলেন, ‘তার সরকার পদত্যাগ করেছে বলে শতায়েহ মন্ত্রিপরিষদকে জানিয়েছেন। এ সময় তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট আব্বাসের কাছে আনুষ্ঠানিকভাবে আমার সরকারের পদত্যাগপত্র পেশ করেছি। এ সরকারের কাজ শেষ। ’
তবে আব্বাস শতায়েহকে দ্রুত নতুন সরকার গঠনের আহ্বান জানাবেন বলে এর আগে ধারণা করা হয়। রোববার দিন শেষে এক জেষ্ঠ্য কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানান।
এ বিষয়ে সোমবার শতায়েহ তার মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন বলে এক কর্মকর্তা জানান। তবে ২০০৭ সাল থেকে এ পদে থাকা শতায়েহ তার পদে বহাল থাকবেন বলেই আশা করা হচ্ছিল।
এর আগে আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনের আয়োজন করা হবে বলে শনিবার রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়।
বিরোধী হামাস দলের জন্য ২০১০ সালের জানুয়ারির সাধারণ নির্বাচন বাতিল করা হয়। কারণ গাজা উপত্যকার বিদ্রোহী এ দলটি আব্বাসের শাসন স্বীকার করে না।
তবে গত সপ্তাহে ফিলিস্তিনের নেতারা আগামী ৯ জুলাই সাধারণ নির্বাচনের পরিকল্পনা করেন বলে জানা যায়। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০০৬ সালের পর এটাই হবে দেশটির প্রথম সাধারণ নির্বাচন। কিন্তু হামাস যেকোনো ধরনের ভোট ব্যবস্থা প্রত্যাখ্যান করায় ভোট কেন্দ্রগুলো শুধু পশ্চিম তীরেই সীমাবদ্ধ থাকবে।
সূত্র: আল-জাজিরা