হুট করে ওয়াই-ফাই ডিসকানেক্ট হয় ৩ কারণে, জানুন সমাধান
তথ্যপ্রযুক্তি ডেস্ক: ভালো মানের রাউটার ব্যবহার করার পরও প্রায় সময় স্মার্টফোন থেকে ওয়াই-ফাই কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। আবার অনেক সময় ইন্টারনেটের গতি কম থাকে। বিশেষ করে বাসায় ওয়াই-ফাই ব্যবহারের সময় এই সমস্যার মুখোমুখি হতে হয় বেশি।
প্রায় অধিকাংশ মানুষ এ সমস্যায় পড়লে খুব কমই সমস্যার কারণ ও সমাধান সম্পর্কে জানেন। নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পেছনে বেশকিছু কারণ রয়েছে।
প্রথমত, রাউটারের অ্যানটেনার জন্য এ সমস্যা হতে পারে। এজন্য প্রাথমিক সমাধানে হিসেবে প্রতিদিন নিয়ম করে ১০ মিনিট রাউটার বন্ধ রাখতে হবে। তারপরও সমস্যা থাকলে স্থানীয় দোকান থেকে রাউটারের অ্যানটেনা পরিবর্তন করে নিতে হবে।
দ্বিতীয়ত, রাউটারের কাছাকাছি ব্লুটুথ ডিভাইস থাকলে সেটি নেটওয়ার্কে সমস্যা তৈরি করে। তাই ব্লুটুথ ডিভাইস দূরে রাখাই ভালো। প্রয়োজনে রাউটার অন্য জায়গায় রাখা যায়। এতেও ডিসকানেক্ট হয়ে যাওয়ার সমস্যা সমাধান হবে। তৃতীয়ত, যে ঘরে কাজ করা হয় সেখানেই রাউটার রাখা ভালো।