শাবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
শিক্ষা ডেস্ক: স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান’ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় শাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে শিক্ষাভবন ‘সি’ এর সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বলেন, প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ। পরিসংখ্যানগত ত্রুটির কারণে গুরুত্বপূর্ণ কাজে ভুল হয়, এজন্য আমাদের সঠিক পরিসংখ্যান সংগ্রহ করতে হবে।
তিনি আরো বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ গবেষণায় দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করে যাচ্ছে। তাদের এ ধারা অব্যাহত থাকুক।
এসময় বিভাগের অধ্যাপক ড. অহিদ উল্লাহর সঞ্চালনায় ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. তাজউদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। এতে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।