আন্তর্জাতিক

বিশ্বব্যাপী ১০০ কোটিরও বেশি মানুষ স্থূলতায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে স্থূল বা অতিরিক্ত মোটা মানুষের সংখ্যা শত কোটি ছাড়িয়েছে। তাদের মধ্যে ৮৮ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ এবং প্রায় ১৬ কোটি শিশু রয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণাপত্রে এসব তথ্য উঠে এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল এই গবেষণা পরিচালনা করেছেন। তারা বিশ্বের ১৯০টির বেশি দেশের ২২ কোটি মানুষের ওপর এই গবেষণা পরিচালনা করেছেন।

গবেষণাপত্রের সিনিয়র লেখক ও লন্ডনের ইম্পেরিয়াল কলেজ অধ্যাপক মজিদ ইজ্জাতি বলেছেন, নজিরবিহীন সংখ্যক মানুষ স্থূলতায় ভুগছেন। বিশ্বের অনেক ধনী দেশে স্থূলতা চূড়ায় পৌঁছে গেলেও অন্যত্র তা দ্রুত বাড়ছে। আন্ডারওয়েট (ওজন কম থাকা) বিশ্বজুড়ে সাধারণ বিষয় হয়ে উঠলেও অনেক দেশে এটি বড় ধরনের সমস্যা হিসেবে এখনো রয়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুষ্টি বিভাগের প্রধান ফ্রান্সেস্কো ব্রাঙ্কা এক সংবাদ সম্মেলনে বলেন, অতীতে আমরা স্থূলতাকে ধনীদের সমস্যা হিসেবে ভাবতাম। এখন এটি বিশ্বের সবার সমস্যা।

গবেষণার তথ্য অনুযায়ী, ১৯৯০ সাল থেকে ২০২২ সালের মধ্যে প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে স্থূলতার হার দ্বিগুণের বেশি এবং পাঁচ থেকে ১৯ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে চারগুণের বেশি বেড়েছে।

বিশ্বের সবচেয়ে বেশি স্থূলকায় নারী বসবাস করেন টোঙ্গা এবং আমেরিকান সামোয়ায়। আর সবচেয়ে বেশি স্থূলকায় পুরুষ বসবাস করেন আমেরিকান সামোয়া ও নাউরুতে। এসব অঞ্চলের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ স্থূলতায় ভুগছেন।

বিজ্ঞানীরা বলছেন, স্থূলতা হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যান্সারের মতো গুরুতর রোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই স্থূলতা মোকাবিলার পদ্ধতিতে জরুরি ভিত্তিতে বড় পরিবর্তন আনতে হবে।

মূলত আবহাওয়া ও জীবনযাপনে পরিবর্তনের কারণে দিন দিন বাড়ছে স্থূলতা। আগে মধ্যবয়সীদের মধ্যে মুটিয়ে যাওয়ার এই লক্ষণ প্রকাশ পেলেও বর্তমান সময়ে শিশুদের মধ্যেও এ সমস্যা দেখা দিচ্ছে।

সূত্র: রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button