রাখাইনের রাজধানীর কাছে জান্তাদের থানা দখল আরাকান আর্মির
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে রাখাইন রাজ্যের রাজধানী সিত্তওয়ের কাছে জান্তা নিয়ন্ত্রিত একটি থানার দখলের দাবি করেছে আরাকান আর্মি (এএ)। গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর পোন্নাগিউন টাউনশিপ থানাটি নিজেদের নিয়ন্ত্রণ নেয়ার কথা জানিয়েছেন মিয়ানমারের এই সশস্ত্র গোষ্ঠীটি। খবর ইরাবতী।
গণমাধ্যমটি জানিয়েছে, পোন্নাগিউন রাজধানী সিত্তওয়ে থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এই ঘটনার প্রেক্ষিতে ইয়াঙ্গুন-সিত্তওয়ে সড়কে নিরাপত্তা জোরদার করেছে মিয়ানমারের জান্তা সরকার। সম্প্রতি সিত্তওয়ের কাছে অবস্থিত পাকতাও শহরটি নিজেদের দখলে নিয়েছে এএ।
রাখাইনের স্থানীয় গণমাধ্যমের বরাতে ইরাবতি জানিয়েছে, বাহিনীটি রাখাইনের সামরিক কমান্ডকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে। নইলে তাদেরকে পরাজিত করা হবে বলে ঘোষণা করেছে আরাকান আর্মি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জান্তা সরকারের বহু কর্মকর্তা সিত্তওয়ে ছেড়ে পালিয়েছে। এছাড়া শহরটির বাসিন্দাদেরও অর্ধেকের বেশি অন্যত্র চলে গেছে।