বিনোদন

দীর্ঘদিন পর অভিনয়ে কারিশমা কাপুর

দীর্ঘদিন পর আবার অভিনয় নিয়ে পর্দায় ফিরছেন নব্বই দশকে বলিউডের পর্দা কাপানো নায়িকা কারিশমা কাপুর। ১৫ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে রহস্যে ভরা গল্পের সেই ছবি। নাম ‘মার্ডার মুবারক’। অনেকে বলেন, ছবি নির্বাচনের ক্ষেত্রে কারিশমা খুঁতখুঁতে। তাই এতো লম্বা বিরতি নিয়ে অভিনয় করেছেন তিনি।

হোমি অদাজানিয়া পরিচালিত এই ছবিতে দেখা যাবে কারিশমা কাপুর, সারা আলী খান, পঙ্কজ ত্রিপাঠি, বিজয় ভার্মা, ডিম্পল কাপাডিয়া, টিসকা চোপড়া, সঞ্জয় কাপুরের মতো তারকাদের। গত মঙ্গলবার মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার।

ছবির ট্রেলার মুক্তি উপলক্ষে মুম্বাইয়ের স্নোবল স্টুডিওতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই আয়োজনে হাজির ছিলেন প্রযোজক দীনেশ বিজান, পরিচালক হোমি অদাজানিয়াসহ ছবির অভিনয়শিল্পীরা।

এদিন কারিশমা কাপুর বলেন, ‘ক্যারিয়ারের প্রায় শুরু দিক থেকেই আমি নিজের পছন্দমতো চিত্রনাট্য বেছে নেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা পেয়েছি। আমি সেই জায়গায় থেকেছি, যেখানে কোনো প্রকল্পকে “হ্যাঁ” বা “না” বলতে পেরেছি। তাই এ ব্যাপারে নিজেকে ভাগ্যবতী মনে করি। আর আমি সত্যিই কৃতজ্ঞ। আমাদের পরিবারে প্রায় সবাই তারকা। কিন্তু আমার ওপর কোনো দিন আলাদা কোনো চাপ ছিল না। আমি ওদের দিক থেকে সব সময় সমর্থন পেয়েছি। আমি খুব সৌভাগ্যবান যে কয়েক বছর ধরে আমি ভিন্নধারার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে এসেছি। তাই আমি সব সময় সেটে পা রাখার জন্য উন্মুখ হয়ে থাকি।’

এ সিনেমায় অভিনয়ে রাজি হওয়ার কারণ জানিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি নিজের গতিতে চলতে পছন্দ করি। এতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। ছবিটিতে আমার চরিত্রটি একদম অন্য রকম। তাই ছবিটি করতে আগ্রহী হয়েছি।’

সারা আলী খান ছবিতে এক গ্ল্যামারার্স চরিত্রে আসতে চলেছেন। এই ছবিতে তাকে বিজয় ভার্মার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে। ছবির চরিত্রের সঙ্গে সারা বাস্তবে নিজের কতটা মিল খুঁজে পান?

অভিনেত্রীর জবাব, ‘‘আমি আমার চরিত্রের থেকে অনেকটাই আলাদা। শুধু বলতে পারি, আমার আর ‘বাম্বি টোডি’র (চরিত্রের নাম) জন্ম এক বিশেষ দুনিয়ায়। আমাদের বেড়ে ওঠা অনেকটা এক রকম। তবে আমার মতে, সে আমার থেকে বেশি স্টাইলিশ। আর আমি তার থেকে অনেক বেশি সহানুভূতিশীল। আর সে ‘ক্লেপ্টোম্যানিয়াক (চুরি করার রোগ)’[। আমি এ রকম নই, অন্তত তা বলতে পারি (সশব্দ হেসে)।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button