পবিত্র ওমরাহ পালন করলেন জাতীয় দলের ফুটবলাররা
চলতি মার্চেই ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এই ম্যাচের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ফুটবল দল বর্তমানে সৌদি আরবে রয়েছে। জামাল ভূঁইয়ারা এখন ক্যাম্প করছেন মক্কার নিকটবর্তী তায়েফ শহরে। টানা অনুশীলনের পর বৃহস্পতিবার ছুটিতে ছিলেন ফুটবলার-কোচিং স্টাফরা।
আসছে ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে কুয়েতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তার আগে ছুটি পেতেই জাতীয় দলের মুসলিম ফুটবলাররা বৃহস্পতিবার পবিত্র ওমরাহ পালন করেছেন।
স্কোয়াডের ২৮ জনের মধ্যে ২৪ মুসলিম ফুটবলার ওমরাহ পালন করেছেন। ফুটবলারদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফ, ম্যানেজমেন্টের মুসলিম কর্মকর্তারা।
সৌদি আরবে ফুটবলারদের ক্যাম্প আগেও দেখা গিয়েছে। যার সুফলও পেয়েছে বাংলাদেশ দল। সেই হিসেবেই ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয় ম্যাচের আগে ফের সৌদিতে ক্যাম্প করছে জামাল ভূঁইয়ারা।
ওমরাহ পালন শেষে শুক্রবার থেকে আবার অনুশীলন কার্যক্রম শুরু হবে জাতীয় দলের। এরপর আগামী ১৭ মার্চ কুয়েতের উদ্দেশে রওনা দেবে ফুটবল দল।