খেলাধুলা

লিগপর্বে আজ শেষ দুই ম্যাচ কেবলই আনুষ্ঠানিকতা!

খেলাধুলা ডেস্ক: বিপিএলের চট্টগ্রাম পর্বেই রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের প্লে-অফ নিশ্চিত করেছে। চতুর্থ দল হিসেবে শেষ চার নিশ্চিত ফরচুন বরিশালেরও। প্লে-অফের আগে আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের লিগ পর্বের শেষ দুটি ম্যাচ তাই শুধুই আনুষ্ঠানিকতার।

বিপিএলের আজ প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও বরিশাল মুখোমুখি হবে। তামিমের দলের নেট রানরেট এখন ০.৪৩৪। ফলে এ ম্যাচে বেশ নিরাপদ অবস্থানে থেকেই নামবে তারা। ম্যাচটি কম ব্যবধানে হারলেও ১১ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করবে দলটি। আর জিতলে চট্টগ্রামকে টপকে তিনে থেকে লিগ শেষ করবে তারা। যদিও পরের পর্বে তার কোনো প্রভাব থাকবে না।

চতুর্থ অবস্থান নিয়ে বরিশালের খাতা-কলমে লড়াইটা খুলনা টাইগার্সের সঙ্গে। নিজেদের প্রথম ৪টি ম্যাচ জিতলেও সর্বশেষ ৭ ম্যাচের ৬টিই হেরে নিজেদের একেবারে খাদের কিনারে আবিষ্কার করেছে এনামুল হকের দল। চট্টগ্রামে শেষ ম্যাচে স্বাগতিকদের কাছে হেরেই কার্যত বিদায় নিশ্চিত হয়েছে তাদের। আজ রাতে প্রথম পর্বের শেষ ম্যাচে তারা খেলবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। বরিশাল যদি হারে, এরপরও সিলেটকে হারালেও সেটি যথেষ্ট না হওয়ার সম্ভাবনাই প্রবল খুলনার জন্য। ১১ ম্যাচে তাদের এখন ১০ পয়েন্ট। তবে বড় বাধা-০.৪০০ রানরেটই।

অন্যদিকে এবারের বিপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফের পর কোয়ালিফায়ারও নিশ্চিত করে ফেলেছে রংপুর। টানা জিততে থাকা রংপুরকেই হারিয়ে কোয়ালিফায়ারে ওঠা নিশ্চিত করেছে কুমিল্লাও। নিজেদের সর্বশেষ ম্যাচে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম। আজ তেমন বড় অঘটন না ঘটলে এলিমিনেটরে তাদের প্রতিপক্ষ হিসেবে বরিশাল একরকম নিশ্চিতই বলা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button