নির্বাচন

হবিগঞ্জে উপ-নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থী আলেয়া আক্তার জয়ী

হবিগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার আনারস প্রতীকে ৫৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট আলমগীর চৌধুরী পেয়েছেন ৫০১ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, জেলার ৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ইভিএম পদ্ধতিতে। এতে জেলার ৭৮টি ইউনিয়ন, পাঁচটি পৌরসভা ও নয়টি উপজেলা পরিষদের ১১০৪ জন ভোটার ছিলেন। এর মধ্যে ১০৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আনারস প্রতীকে আলেয়া আক্তার ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট আলমগীর চৌধুরী পেয়েছেন ৫০১ ভোট।

এছাড়াও অপর প্রার্থী ফরিদ উদ্দিন তালুকদারের (মোটর সাইকেল) প্রতীকে ছয় ও অ্যাডভোকেট নূরুল হক (চশমা) পাঁচ ভোট পেয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বলে জানান নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button