নির্বাচন

গাইবান্ধায় উপ-নির্বাচনে জয়ী শিপন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬ নম্বর ধাপেরহাট ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চশমা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম শিপন ৭ হাজার ৫২৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ঘোড়া প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫ হাজার ৭২৮ ভোট।

শনিবার সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা আতাউল হক এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দিনব্যাপী সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এ ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ৪০৩ জন। এরমধ্যে ১৮ হাজার ৯৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দিনব্যাপী সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এ ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ৪০৩ জন। এরমধ্যে ১৮ হাজার ৯৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শহিদুল ইসলাম শিপন জানান, মানুষের দোয়া-ভালোবাসা ও ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি সর্বদাই জনগণের পাশে থেকে সেবা করে যাবো। সেইসঙ্গে ধাপেরহাটের সার্বিক উন্নয়নে কাজ করবো। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ২০২২ সালের ৩১ জানুয়ারি ধাপেরহাট ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রতীকের প্রার্থী শফিকুল কবির মিন্টু চেয়ারম্যান নির্বাচন হন। কিন্তু গত বছরের ১৫ জুলাই অসুস্থতার কারণে চেয়ারম্যান শফিকুল কবির মিন্টুর মৃত্যুতে এ পদটি শূন্য হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button