রমজানের প্রথম জুমায় মুসল্লিতে পরিপূর্ণ বায়তুল মোকাররম
পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবার আজ। এদিন জুমার নামাজে অংশ নিতে মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয় বায়তুল মোকাররমের প্রাঙ্গণ।
শুক্রবার দুপুরে বায়তুল মোকাররম গিয়ে দেখা যায়, ভর্তি হয়ে গেছে মসজিদ প্রাঙ্গণ, আরো অনেকেই আসছেন। মনোযোগ সহকারে খুতবা শোনার পাশাপাশি চলছে নামাজের প্রস্তুতি।
মুসল্লি আবদুল করিম বলেন, রোজার প্রথম জুমা আজ, তাই তাড়াতাড়ি চলে এলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন।
আরেক মুসল্লি মেহেদী হাসান বলেন, রমজান মাসের জুমায় সওয়াবের পরিমাণ অনেক বেশি। তাই কাজ শেষ করে চলে এসেছি।
মগবাজার থেকে এসেছেন ইরফান আহমেদ। তিনি বলেন, সাধারণত জুমার নামাজ এলাকার মসজিদেই পড়ি। তবে রমজানের প্রথম জুমাটা বায়তুল মোকাররমে পড়তে চেয়েছিলাম, তাই চলে এলাম।
এদিকে নিরাপত্তা জোরদারে ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম পর্যন্ত সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশ সদস্যদের।