শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমানের শেষ বলে দু রান নিতে গিয়ে লিটন দাসের অবিশ্বাস্যকর রান আউটের ফাঁদে পড়েন দাসুন সানাকা! বল না দেখেই স্ট্যাম্পে থ্র করেন লিটন দাস; যা দেখে রীতিমত অবাক বনে যান ক্রিকেটার থেকে শুরু করে গ্যালারিতে থাকা হাজার হাজার দর্শক! সত্যি বলতে লিটন দাসের এমন নজর কাড়া রান আউট; ভারতের মহেন্দ্র সিং ধোনির প্রতিচ্ছবি তুলে ধরেছিল সিলেট স্টেডিয়ামে! দারুন!
লিটন দাসের অবিশ্বাস্যকর রান আউটের সময় কেমন ছিলো আপনার অনুভূতি? মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে