তৃপ্তির সঙ্গে প্রেম করতে ইচ্ছুক এই অভিনেতা
‘অ্যানিম্যাল’ সিনেমাটি বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করলেও বির্তেকর শিকারও কম হয়নি। আবার এ সিনেমার বদৌলতে তৃপ্তি ডিমরির মতো একাধিক তারকা রাতারাতি প্রচারের আলোয় চলে এসেছেন।
এ বার তৃপ্তির সঙ্গে প্রেমের ইচ্ছা প্রকাশ করলেন সিনেমারই এক অভিনেতা। তিনি হিন্দি ছোট পর্দার পরিচিত মুখ সিদ্ধান্ত কার্নিক।
সিদ্ধান্ত অ্যানিমেলে রণবীর কাপুর অভিনীত চরিত্রটির শ্যালকের চরিত্রে অভিনয় করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধান্ত জানিয়েছেন যে তিনি তৃপ্তিকে ‘ডেট’ করতে ইচ্ছুক। এই খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছেন তৃপ্তির ভক্তরা। যদিও তৃপ্তি নিজে এখনও সিদ্ধান্ত প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া দেননি। উল্লেখ্য, অভিনেত্রী মেঘা গুপ্তের সঙ্গে বিয়ের চার বছর পর ২০২০ সালে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয় সিদ্ধান্তের।
‘অ্যানিম্যাল’-এর পর বলিউডে তৃপ্তির চাহিদা তুঙ্গে। ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমাতে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করছেন তিনি। অন্য দিকে ‘গুড নিউজ’ সিনেমার সিক্যুয়েল ‘ব্যাড নিউজ’ সিনেমাতে ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করছেন তৃপ্তি। অন্য দিকে, ‘অ্যানিম্যাল’-এর আগে সিদ্ধান্তকে ‘থাপ্পড়’ ও ‘আদিপুরুষ’ সিনেমাতে দেখেছেন দর্শক। সিদ্ধান্ত প্রেমের ইচ্ছা প্রকাশ করেছেন মাত্র। এখন তৃপ্তি তার ডাকে সারা দেন কি না, দেখা যাক।