দক্ষিণ কোরিয়ায় রাজ রিপার ‘ময়না’
ক্ষিণ কোরিয়ায় আগামী ৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত বসছে ২১তম ‘আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসব’। উৎসবটি গত ২১ বছর যাবৎ বিশ্ব চলচ্চিত্রের অলিম্পিক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। এই উৎসবে মনোনয়ন পেয়েছে ঢালিউডের এই প্রজন্মের অভিনেত্রী রাজ রিপার সিনেমা ‘ময়না’।
এর আগে লন্ডনের ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩ এ ময়না সেরা ফিল্ম প্রডাকশন পুরস্কার পেয়েছে। ইতালির কলিজিয়াম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এবং ভারতের মুম্বাইয়ে গোল্ডেন জুরি চলচ্চিত্র উৎসব ২০২৩ এ সেমিফাইনালিস্ট হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছে। সেই ধারাবাহিকতায় এবার ছবিপি যাচ্ছে দক্ষিণ কোরিয়ার ওই উৎসবে।
‘ময়না’ প্রসঙ্গে রাজ রিপা বলেন, আমি অনেক বেশি এক্সাইটেড নারীপ্রধান গল্প ‘ময়না’ নিয়ে। জাজের ব্যানারে নায়িকা হিসেবে আমার প্রথম সিনেমা এটি। চ্যালেঞ্জিং একটি চরিত্র। এক মেয়ের সংগ্রামের গল্প দর্শক পর্দায় দেখতে পাবেন। আন্তর্জাতিক অঙ্গ ছবিটির সাফল্য আমাকে দারুণভাবে আনন্দিত করছে। সর্বশেষ আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসব ছবিটি মনোনয়ন পাওয়ার খবর পেলাম। আশা করি ছটি সেখানে জয়ী হবে। বিশ্ব অঙ্গনে বাংলা ছবি এভাবেই ছড়িয়ে পড়বে।
জাজের ব্যানারে নির্মিত হয়েছে ময়না। এর প্রযোজক হিসেবে আছেন প্রতিষ্ঠানটির সিইও মো. আলিম উল্যাহ খোকন। এটি পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ।
সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা কায়েস আরজু, আমান রেজা, আফ্ফান মিতুল, জিলানী, শিশির, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা, বিশেষ চরিত্রে আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর।
উল্লেখ্য, ‘ময়না’ সিনেমার মাধ্যমেই রাজ রিপার বড় পর্দায় অভিষেক হচ্ছে। তিনি ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমাতেও অভিনয় করেছেন। যা এখনো নির্মানাধীন রয়েছে।