আন্তর্জাতিক
জার্মানিতে বাস দুর্ঘটনা, নিহত ৫
জার্মানির পূর্বাঞ্চলে একটি মহাসড়কে বাস দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকেই।
স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে দেশটির লাইপজিগের কাছে এ-৯ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। পরে দুই দিক থেকেই মহাসড়কটি বন্ধ করে দেয়া হয়। তবে দুর্ঘটনাকবলিত বাসটি কোথা থেকে এসেছিল এবং কোন দিকে যাচ্ছিল; সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় পুলিশের মুখপাত্র ওলাফ হোপ এন-টিভি টেলিভিশনকে বলেছেন,কমপক্ষে পাঁচজন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। এ ঘটনার পর উদ্ধারকারী হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।