আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ , নিখোঁজ অন্তত ৬

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কমপক্ষে ৬ জন নিখোঁজ রয়েছেন। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণে প্রদেশটির বিভিন্ন এলাকার সেতু, স্কুল, অন্তত ২৮০ একর জমির ফসল এবং প্রায় ৭০০ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

সোমবার (১১ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে পশ্চিম সুমাত্রার বিভিন্ন অঞ্চলে বর্ষণ শুরু হয়। বিএনবিপির কর্মকর্তারা জানিয়েছেন, টানা বৃষ্টি ও ভূমিধসে ক্ষয়ক্ষতি ও ভোগান্তির মধ্যে পড়েছেন অন্তত ৩৯ হাজার মানুষ। এ অবস্থায় জরুরি ত্রাণ তহবিল বিতরণের জন্য সোমবার প্রাদেশিক রাজধানী পাডাংয়ে পৌঁছেছেন বিএনপিবি প্রধান। সেখানে প্রাদেশিক কর্মকর্তাদের সঙ্গে দ্রুত বিভিন্ন এলাকা থেকে লোকজনকে উদ্ধার এবং ত্রাণ সরবরাহ বিষয়ক জরুরি বৈঠক করেছেন তিনি।

এদিকে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত আবহাওয়া পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই। সামনের কয়েক দিন বর্ষণ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির প্রধান ডোনি উসরিজাল সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার দিনগত গভীর রাতে প্রবল বৃষ্টিপাতে বন্যা শুরু হয়। এরপর টন টন মাটি, পাথর আর উপড়ে আসা গাছের স্রোত স্থানীয় নদীতে গিয়ে পড়ে। এ সময় নদীতীরের স্যালেনতানা জেলার পেসিসির গ্রাম পানি নিচে তলিয়ে যায়।

ইন্দোনেশিয়ায় প্রায়শই প্রচুর বৃষ্টিপাতের ঘটনা ঘটে। এতে করে পাহাড় ধসে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button