সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি জামায়াত ঘাপটি মেরে বসে আছে। ছোবল মারার সুযোগ খুঁজছে। তারা আমাদের মধ্যে কলহ সৃষ্টি করতে চায়। কোনোমতেই যেন এ অপশক্তির কেউ আমাদের মধ্যে প্রবেশ না করতে পারে।
শনিবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কৃষক লীগ চাঁদপুর জেলা শাখার পরিচিতি ও সম্মেলন প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশে সবুজ বিপ্লবের সম্ভাবনা সৃষ্টি হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এক ইঞ্চি জমিও আমরা অনাবাদি রাখবো না। তার ডাকে সাড়া দিয়েছে মানুষ।
তিনি আরো বলেন, চাঁদপুরে কৃষক লীগ নতুনভাবে উজ্জীবিত হয়েছে। যেন এ সংগঠন নেতিয়ে না যায়। আপনারা আপনাদের কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন। সংগঠন তার সাংগঠনিক নিয়মে চললে ভালো হয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের কাজ করতে হবে।
ডা. দীপু মনি বলেন, উন্নয়নশীল দেশের কাতারে আমরা সামিল হয়েছি বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে। তার নেতৃত্বেই দেশের উন্নয়ন হচ্ছে। আমাদের দেশের দারিদ্র্যের হার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্ধেকেরও নিচে নামিয়ে এনেছেন। সারাবিশ্বের কাছে এটা একটা বিস্ময়।
চাঁদপুর জেলা কৃষক লীগের আহ্বায়ক আজিজ খান বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক ডা. মজিবুর রহমান মিয়াজী, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সামিউল বাসীর।
জেলা কৃষক লীগের সদস্য সচিব আব্দুল হান্নান সবুজের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক এম এ ছাত্তার সিদ্দিকী, কচুয়া উপজেলা কৃষক লীগের সেক্রেটারি প্রাণ দেব, ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি জহির হোসেন মিজি, মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সভাপতি আবু সালেহ মো. খোরশেদ আলম, সেক্রেটারি জি এম ফারুক, হাইমচর উপজেলা কৃষক লীগের সভাপতি সলেমান ঢালী, শাহরাস্তি উপজেলা কৃষক লীগের সভাপতি জসিম উদ্দিন পাটোয়ারী।