Sunday, May 12, 2024
Google search engine
Homeআন্তর্জাতিককলেরা থেকে বাঁচতে যাত্রা, নৌকা ডুবে ৯০ জনের মৃত্যু

কলেরা থেকে বাঁচতে যাত্রা, নৌকা ডুবে ৯০ জনের মৃত্যু

মোজাম্বিকের নামপুলা প্রদেশে কলেরার প্রাদুর্ভাব থেকে বাঁচতে অন্য কোথাও পালিয়ে যাওয়ার সময় নৌকা ডুবে ৯০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

নামপুলা প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে ১৩০ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে পাঁচজনকে উদ্ধার করা গেছে।

নামপুলার একজন মন্ত্রী জানিয়েছেন, অতিরিক্ত যাত্রী তোলার কারণে নৌকাটি ডুবে যায়। দেশটিতে দেখা দেওয়া কলেরার প্রাদুর্ভাব থেকে বাঁচতে নিহতরা অন্য কোথাও পালিয়ে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যায় একটি সৈকতে বেশ কজনের লাশ পড়ে আছে। তবে ওই ভিডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

গত বছরের জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরমধ্যে নামপুলা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউনিসেফের হিসেবে, চলামন প্রাদুর্ভাব গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ। ২০২৩ সালের অক্টোবর থেকে মোজাম্বিকে অন্তত ১৩ হাজার ৭০০ জন কলেরায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৩০ জন মারা গেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments