আন্তর্জাতিক
ফিনল্যান্ডে স্কুলে শিশু শিক্ষার্থীর গুলিতে ৩ সহপাঠী আহত
উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডে একটি স্কুলে ১২ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর গুলিতে তিন সহপাঠী আহত হয়েছে। যে শিশুটি গুলি চালিয়েছে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) স্থানীয় সময় ভোরে রাজধানী হেলসিঙ্কির কাছের ভানতা শহরের দ্য ভিয়েরতোলা স্কুলে গুলির এই ঘটনা ঘটে।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, আহত তিন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিয়েরতোলা স্কুলে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত প্রায় আটশ শিক্ষার্থী রয়েছে। স্কুলে কর্মীর সংখ্যা প্রায় ৯৯ জন।
স্কুলের প্রিন্সিপাল সারি লাসিলা বলেন, ‘প্রাথমিক বিপদ কেটে গেছে।’
এ ঘটনার বিষয়ে আর কোনো তথ্য দিতে তিনি রাজি হননি।