শান্তদের বিপক্ষে ভালো খেলার পুরস্কার পেলেন মেন্ডিস
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও টি-২০ এবং টেস্ট সিরিজ জিতেছে শ্রীলংকা। টি-২০ ও টেস্ট সিরিজে ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন লঙ্কান ব্যাটার কামিন্দু মেন্ডিস। টেস্টে দুই সেঞ্চুরি করে সিরিজ সেরার পুরস্কারও জেতেন বাঁহাতি এ ব্যাটার।
এবার টাইগারদের বিপক্ষে ভালো খেলার পুরস্কারও জিতেছেন মেন্ডিস। আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে নাম এসেছে তার।
২০২২ সালের পর প্রথমবারের মতো শ্রীলংকার স্কোয়াডে ফিরে মনে রাখার মতো পারফর্ম করেন মেন্ডিস। টি-২০ সিরিজে ৬৮ রান করেন তিনি। এরপর ধারাবাহিকতা ধরে রাখেন টেস্টেও।
সিলেট টেস্টে দুই ইনিংস মিলিয়ে জোড়া সেঞ্চুরি করেন কামিন্দু। প্রথম ইনিংসে ১০২ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ১৬৪ রান। এরপর চট্টগ্রামে দুই ইনিংস মিলিয়ে করেন ১০৯ রান। এমন পারফরম্যান্সের পুরস্কার পেলেন মেন্ডিস।
আইসিসির মাসসেরার দৌড়ে মেন্ডিসের সঙ্গে মনোনয়ন পেয়েছেন আয়ারল্যান্ডের পেসার মার্ক আদায়ার ও নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি।
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে দারুণ ভূমিকা রাখেন আদায়ার। প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করে টেস্টে নিজের প্রথম পাঁচ উইকেটের দেখা পান তিনি। ৩৯ রানে পাঁচ উইকেট নিয়ে আফগানিস্তানকে ১৫৫ রানে ধ্বসিয়ে দেন। দ্বিতীয় ইনিংসেও তিনটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন এই পেসার।
এদিকে ট্রান্স-তাসমান ট্রফিতে নজরকাড়া পারফরম্যান্স করেন কিউই পেসার ম্যাট হেনরি। দুই টেস্টের সিরিজে নিউজিল্যান্ড হারলেও হেনরির পারফরম্যান্স ছিল দুর্দান্ত। দুবার পাঁচ উইকেটসহ মোট ১৭ উইকেট শিকার করেন তিনি। পাশাপাশি অবদান রাখেন ব্যাট হাতেও। ২৫.২৫ গড়ে করেন ১০১ রান।