দেশে ফিরলেন বাফুফে সভাপতি সালাউদ্দিন
খেলাধুলা ডেস্ক: দীর্ঘদিন যাবত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী মো. সালাউদ্দিন। ওপেন হার্ট সার্জারি পরবর্তী বিশ্রাম ও চিকিৎসার ফলোআপের জন্য গত ১৩ ফেব্রুয়ারি জার্মানির উদ্দেশে উড়াল দিয়েছিলেন তিনি।
দীর্ঘ এক মাস পর মঙ্গলবার (১২ মার্চ) সকালে দেশে ফিরে এসেছেন সালাউদ্দিন। এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার ও বাংলাদেশ ফুটবলের কর্তা।
এরপর ২৮ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কাজী সালাউদ্দিনের হৃদযন্ত্রের ব্লক অপসারণের জন্য সফল অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ ২৫ দিন হাসপাতালে থাকার পর তিনি বাসায় ফিরেছিলেন জানুয়ারির ৯ তারিখ।
তারপর থেকে ডাক্তারের পরামর্শে তিনি নিজ বাসস্থানেই বিশ্রাম নিচ্ছিলেন। কাজী সালাউদ্দিনকে তার মেয়ে ও মেয়ের জামাই নিয়ে গিয়েছিলেন জার্মানি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দেশে ফিরলেন তিনি।