জাতীয়

আজও নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ

ঈদের ছুটি শুরু হওয়ার পর নানা কারণে ঢাকা ছাড়তে পারেনি অনেকে। তাই ঈদের দিনও নাড়ির টানে বাড়ি ফিরছে রাজধানীর হাজারো মানুষ। আবার অনেকেই ঈদযাত্রার ভোগান্তি এড়াতে আজকের দিনটিকে বেছে নিয়েছেন।

বৃহস্পতিবার মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, ঘরমুখো মানুষের ঢল নেমেছে টার্মিনালে। ঈদের নামাজ শেষ করেই বাস ধরতে চলে এসেছেন অনেকে। পরিবহন শ্রমিকরাও ব্যস্ত সময় পার করছেন। কিছু কিছু বাস কাউন্টার বন্ধ থাকলেও অধিকাংশ কাউন্টারই খোলা।

বেসরকারি চাকরিজীবী রেজাউল করিম বলেন, এবার ছুটি পেতে দেরি হয়েছে। তাই আজ বাড়ি যাচ্ছি। তিন থেকে চারদিন ছুটি কাটিয়ে আবার ঢাকা ফিরবো।

হোসাইন মোহাম্মদ নামে এক যাত্রী বলেন, এবার বেতন পেতে দেরি হয়েছে। খালি হাতে তো আর বাড়ি যাওয়া যায় না, তাই এখন যাচ্ছি।

যাত্রী শামীমা মেহজাবিন বলেন, ঈদে রাস্তাঘাটে গাড়ির প্রচুর চাপ থাকে। সেই ভোগান্তি এড়াতেই আজ বাড়ি ফিরছি। রাস্তাঘাট যেহেতু ফাঁকা, আশা করছি দ্রুতই পৌঁছাতে পারবো।

সৌখিন পরিবহনের কর্মী রিয়াজ বলেন, সকাল থেকেই যাত্রী আসছে। এরই মধ্যে ২টি বাস ছেড়ে গেছে। আশা করছি, আরো যাত্রী আসবে।

তবে ঈদের দিনেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। নেত্রকোণা যাওয়ার জন্য এই রুটে নির্ধারিত বাস ভাড়া ৪০০ টাকা হলেও আজ নেয়া হচ্ছে ৮০০ টাকা।

এ প্রসঙ্গে আরাফ পরিবহনের টিকিট বিক্রেতা মো. জসিম বলেন, যে কয়টা বাস যাবে, সবগুলোই খালি ফিরবে। তাই একটু বেশি ভাড়া নেয়া হচ্ছে। ঈদের ছুটি শেষ হলে আবার আগের মতোই ভাড়া নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button