অপরাধজাতীয়

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফের আরো ৯ সদস্য গ্রেফতার

সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে কেএনএফের আরো নয় সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদফতরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ বাহিনীর অভিযানে রুমা উপজেলার দুর্গম এলাকা থেকে নয়টি অস্ত্র ও গোলাবারুদসহ নয় কেএনএফ সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার হলেও লুট হওয়া অস্ত্র ও টাকা এখনো উদ্ধার করা যায়নি। সশস্ত্র সংগঠন কেএনএফ এ সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানায়।

এরপর সন্ত্রাসীদের গ্রেফতার, অস্ত্র ও টাকা উদ্ধারে যৌথ অভিযান শুরু হয়। অভিযান সমন্বয় করছে সেনাবাহিনী। এতে অংশ নিয়েছেন বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। এ ঘটনায় এরই মধ্যে ৬২ জন কেএনএফ সদস্যসহ মোট ৬৩ জনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button