জাতীয়

দেশে-বিদেশে নানা ষড়যন্ত্রের মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে

জাতীয় সংসদে সরকারি দলের হুইপ নজরুল ইসলাম বাবু বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। এখন ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এসময় সংসদ সদস্যরা বলেন, বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্রের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই দেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে।

সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা এসব কথা বলেন।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব সমর্থন করেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

স্বতন্ত্র সংসদ সদস্য শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ হবে সমৃদ্ধশালী।

তিনি বলেন, রাষ্ট্রপতি তার ১৪৩ পৃষ্ঠার ভাষণে দেশের সুশাসন, দক্ষ যুব উন্নয়ন, স্থানীয় সরকার, আদিবাসীদের উন্নয়ন এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।

জাতীয় পার্টির সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আলোচনায় আরো অংশ নেন- সরকারি দলের সদস্য আনোয়ারুল আজিম আনার, মো. আবদুল ওয়াদুদ, শেখ সালাউদ্দিন, সাহদারা মান্নান, আলী আজম, শরিফুল ইসলাম জিন্নাহ, ফাহমি গোলন্দাজ বাবেল ও মাহিউদ্দিন বাচ্চু, স্বতন্ত্র সদস্য ছানোয়ার হোসেন ও শাহ সারোয়ার কবীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button