খেলাধুলা
দ্বিতীয় সন্তানের বাবা কোহলি
খেলাধুলা ডেস্ক: ব্যক্তিগত কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন বিরাট কোহলি। সেই ব্যক্তিগত কারণ নিয়ে অনেকে নানা গুঞ্জনও ছড়িয়েছে। কিন্তু মূল ঘটনাটা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন কোহলি।
মঙ্গলবার রাতে জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মার ঘরে এসেছে পুত্র সন্তান। নাম রাখা হয়েছে আকায়।
শুরুতে প্রথম টেস্টের আগে হায়দরাবাদে ছিলেন কোহলি। তার পর ম্যানেজমেন্টকে জানান, পরিবারের সঙ্গে থাকতে পুরো সিরিজে থাকতে পারছেন না তিনি। শুরুতে ভারতের দুটি টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে দেখা গেলো পুরো সিরিজেই আর খেলা হচ্ছে না তার।