হাসারাঙ্গার ঘূর্ণিতে সাজঘরে সৌম্য-রিয়াদ, চাপে বাংলাদেশ
ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে শ্রীলংকার বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। সিরিজ জয়ের মিশনে টস হেরে আগে ব্যাট করছে স্বাগতিকরা। যেখানে একই ওভারে থিতু হওয়া সৌম্য সরকার এবং রানের খাতা খেলার আগেই রিয়াদকে সাজঘরের পথ দেখালেন হাসারাঙ্গা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২২ ওভারে চার উইকেটে ১৩০ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকা দলপতি কুশল মেন্ডিস। এতে আগে ব্যাট করছে বাংলাদেশ।
স্বাগতিকদের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন সৌম্য সরকার ও লিটন দাস। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন দিলশান মাদুশাঙ্কা।
ইনিংসের প্রথম ওভারেই লিটনকে ওয়েল্লালাগের তালুবন্দী করেন দিলশান। এতে শূন্য রানেই সাজঘরে ফেরেন টাইগার ওপেনার। সিরিজের প্রথম ওয়ানডেতে প্রথম বলেই বোল্ড হয়েছিলেন লিটন। আজকের ম্যাচেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হলেন তিনি।
এরপর ক্রিজে আসেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন সৌম্য। তবে শান্তর (৪০) বিদায়ে ভেঙে যায় এ জুটি।
পরে বাইশ গজে আসেন তাওহীদ হৃদয়। তাকে সঙ্গে নিয়ে দলীয় রানের চাকা সচল রাখেন সৌম্য। সেইসঙ্গে ব্যক্তিগত ফিফটি পূরণ করেন সৌম্য।
ম্যাচের ২২তম ওভারে সৌম্য (৬৮) ও মাহমুদউল্লাহ রিয়াদকে (০) সাজঘরের পথ দেখান হাসারাঙ্গা। পরপর দুই উইকট হারিয়ে কিছুটা চাপে পড়েছে বাংলাদেশ।
যদিও সেই চাপ সামলে দলীয় রানের চাকা সচল রাখার চেষ্টা করছে হৃদয়-মুশফিক জুটি। হৃদয় ১৮ ও মুশফিক ২ রানে ব্যাটিং করছেন।