বরিশালের বোলিং তোপে চট্টগ্রামের মামুলি সংগ্রহ
খেলাধুলা ডেস্ক: দেখতে দেখতে শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। আজ থেকে শুরু হয়েছে প্লে অফ পর্ব। এলিমিনেটরের লড়াইয়ে যেখানে ফরচুন বরিশালের মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এমন ম্যাচে আগে ব্যাট করে মামুলি সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এদিন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন ওপেনার জশ ব্রাউন।
শুভাগত হোমের ২৪, টম ব্রুসের ১৭, সৈকত আলী ও রোমারিও শেফার্ডের ১১ রানের ইনিংসগুলোতে লড়াই করার মতো পুঁজি পায় চট্টগ্রাম। বরিশালের হয়ে মেয়ার্স, সাইফউদ্দিন ও ম্যাককয় দুটি করে এবং তাইজুল ও ফুলার একটি করে উইকেট নেন।