খেলাধুলা

পিএসএল রেখে বিপিএলে এসেছেন রমিজ রাজা

খেলাধুল ডেস্ক:চলছে বিপিএলের দশম আসর। যেখানে মাঠের লড়াইয়ে বাড়তি উত্তেজনা দিতে ধারাভাষ্যকক্ষে ঝড় তুলছেন আতহার আলী ও আমির সোহেলরা। সম্প্রতি বাংলাদেশে পা রেখেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। এরই মধ্যে বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ধারাভাষ্যও দিয়েছেন তিনি। গত ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। নিজ দেশে লিগ চললেও বিপিএলে এসেছেন রমিজ। তবে তিনি কেন এমনটি করলেন সে বিষয়টি নিজেই খোলাসা করেছেন পাকিস্তানের এ কিংবদন্তি। পিসিবির সাবেক এই চেয়ারম্যান বলেন, ‘দর্শকদের কারণে বাংলাদেশ অন্য দেশগুলোর চেয়ে ব্যতিক্রম এবং এটাই কারণ আমার এখানে আসার। বিশ্বে খুব কম দেশই আছে যেখানে এমন দর্শক হয়। পিচও অন্যান্যবারের তুলনায় বেশ ভালো।’ কিংবদন্তি এই ক্রিকেটার বিপিএলকে ঘিরে দিয়েছেন পরামর্শও। তরুণ ক্রিকেটার তুলে আনতে ইমার্জিং ক্রিকেটার কোটা চালু করার কথাও বলেন তিনি। রমিজ রাজা বলেন, ‘আমি জানি না বিপিএলে ইমার্জিং ক্রিকেটার কয়জন খেলে। পিএসএলে অন্তত একজন ইমার্জিং ক্রিকেটার দলে থাকা বাধ্যতামূলক। তাই শেষ ৫-৬ বছরে অনেক ক্রিকেটার উঠে এসেছে। তরুণদের জন্য এমন ব্যবস্থা থাকা উচিত বিপিএলে।’

খেলাধুল ডেস্ক:চলছে বিপিএলের দশম আসর। যেখানে মাঠের লড়াইয়ে বাড়তি উত্তেজনা দিতে ধারাভাষ্যকক্ষে ঝড় তুলছেন আতহার আলী ও আমির সোহেলরা। সম্প্রতি বাংলাদেশে পা রেখেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। এরই মধ্যে বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ধারাভাষ্যও দিয়েছেন তিনি। গত ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। নিজ দেশে লিগ চললেও বিপিএলে এসেছেন রমিজ। তবে তিনি কেন এমনটি করলেন সে বিষয়টি নিজেই খোলাসা করেছেন পাকিস্তানের এ কিংবদন্তি। পিসিবির সাবেক এই চেয়ারম্যান বলেন, ‘দর্শকদের কারণে বাংলাদেশ অন্য দেশগুলোর চেয়ে ব্যতিক্রম এবং এটাই কারণ আমার এখানে আসার। বিশ্বে খুব কম দেশই আছে যেখানে এমন দর্শক হয়। পিচও অন্যান্যবারের তুলনায় বেশ ভালো।’ কিংবদন্তি এই ক্রিকেটার বিপিএলকে ঘিরে দিয়েছেন পরামর্শও। তরুণ ক্রিকেটার তুলে আনতে ইমার্জিং ক্রিকেটার কোটা চালু করার কথাও বলেন তিনি। রমিজ রাজা বলেন, ‘আমি জানি না বিপিএলে ইমার্জিং ক্রিকেটার কয়জন খেলে। পিএসএলে অন্তত একজন ইমার্জিং ক্রিকেটার দলে থাকা বাধ্যতামূলক। তাই শেষ ৫-৬ বছরে অনেক ক্রিকেটার উঠে এসেছে। তরুণদের জন্য এমন ব্যবস্থা থাকা উচিত বিপিএলে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button