আইন আদালত
বায়তুল মোকাররম এলাকায় সমাবেশ বন্ধের আবেদন নিষ্পত্তির নির্দেশ
আইন-আদালত ডেস্ক: রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় রাজনৈতিক মিছিল, বিক্ষোভ সমাবেশ বন্ধের আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ এ নির্দেশ দেন।
আবদুল্লাহ আল মামুনের (কৌশিক) পক্ষে রিট পিটিশন দায়ের করেন ব্যারিস্টার মো. সানোয়ার হোসেন। এ বিষয়ে আগামী ৯০ দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডিএমপি কমিশনারকে নিষ্পত্তির জন্য আদেশ দেওয়া হয়েছে।