কুমিল্লার আধিপত্যের অবসান, প্রথমবার চ্যাম্পিয়ন বরিশাল
খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো বরিশালের কোনো দল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আধিপত্যের অবসান ঘটিয়ে দশম বিপিএলে শিরোপা উৎসব করল ফরচুন বরিশাল। আজ রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ফাইনালে কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল।
টস হেরে আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে কুমিল্লা। পরে মাহিদুল ইসলাম অঙ্কন (৩৮), আন্দ্রে রাসেল (২৭) ও জাকের আলীর (২০) ব্যাটে ভর দিয়ে লড়াইয়ের পুঁজি পায় গতবারের চ্যাম্পিয়নরা। তারা ৬ উইকেটে ১৫৪ রান তুলতে সমর্থ হয়।
১৫৫ রানের টার্গেট অবশ্য বরিশালের জন্য মোটেও চ্যালেঞ্জিং হলো না। বিশেষ করে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ ওপেনিং জুটিতে ৮ ওভারে ৭৬ রান তুলে দিলে ম্যাচ হেলে পড়ে বরিশালের দিকে। তামিম ২৬ বলে ৩৯ ও মিরাজ ২৬ বলে ২৯ রান করে আউট হলেও পরে কাইল মায়ার্স (৩০ বলে ৪৬) দুর্দান্ত এক ইনিংস খেলে বরিশালকে জেতান।
দশবারের চেষ্টায় এই প্রথম শিরোপা জিতল বরিশাল। সেটি করল তারা কুমিল্লার আধিপত্যের অবসান ঘটিয়ে। কুমিল্লা সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন এবং সর্বশেষ চার আসরে তিনবার শিরোপাজয়ী দল।