নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার
তালতলী(বরগুনা)প্রতিনিধি : বরগুনার তালতলীতে নিখোঁজের এক দিন পর মো. মুছা (০৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ( ৬ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. মুছা একই গ্রামের সোহাগ আকন এর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর থেকেই নিখোঁজ ছিল শিশু মো. মুছা। দিনভর তার স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেন। তবে কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। পরে আজ বুধবার দুপুর ১২ টার দিকে বাড়ির পাশে পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে। এরপর তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুপুরে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।