নেইমারকে ছাড়াই আল হিলালের রেকর্ড
গত বছর প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে পাড়ি জমান নেইমার জুনিয়র। ক্লাবটিতে পাড়ি জমানোর পর বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি। তবে ইনজুরি কারণে গত অক্টোবর থেকে মাঠের বাইরে আছেন তিনি। তবে দীর্ঘ পাঁচ মাস ধরে নেইমারকে দলে না পেলেও ইতিহাস গড়ে রেকর্ডবুকে নাম লিখিয়েছে তার দল আল হিলাল।
মাঠের বাইরে দলের সবচেয়ে বড় তারকা নেইমার, তবুও যেন অপ্রতিরোধ্য আল হিলাল। বিশ্ব ফুটবলে একটানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছে ক্লাবটি।
রোববার সৌদি প্রো লিগে আল রিয়াদকে ৩-১ গোল ব্যবধানে হারিয়েছে আল হিলাল। আর তাতেই নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে নেইমারহীন দলটি।
আল রিয়াদকে হারানোর মাধ্যমে সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ২৭ ম্যাচে জয়ের রেকর্ড ছুঁয়েছে আল হিলাল। এর আগে টানা সবচেয়ে বেশি জয়ের রেকর্ড ছিল ওয়েলসের ঘরোয়া লিগের দল দ্য নিউ সেন্টস। ২০১৬-১৭ মৌসুমে ক্যাম্রু প্রিমিয়ার লিগে টানা ২৭ ম্যাচ জিতেছে দলটি।
আল হিলাল সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় বর্তমানে সবার ওপরে আছে। দ্বিতীয় স্থানে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর, নেইমারের আল হিলালের চেয়ে যারা ১২ পয়েন্ট পিছিয়ে।
আগামী মঙ্গলবার এশিয়ান চ্যাম্পিয়নস লিগে আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচে জয় পেলেই নতুন বিশ্ব রেকর্ড গড়বে আল হিলাল।