বিএনপি নেতার মেয়েকে নিয়ে ছাত্রলীগ নেতা উধাও
বিএনপি নেতার মেয়েকে নিয়ে উধাও হলেন কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আদিপুজ্জামান সংগ্রাম। গত রবিবার দুপুর ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। পরে ওই মেয়ের ভাই আসিফ করিম বাদী হয়ে ৩ জনকে আসামি করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তার বোনের বিয়ের তিনদিন আগে আদিপুজ্জামান সংগ্রাম তাকে জোর করে তুলে নিয়ে গেছেন। গত রবিবার দুপুরে সদর উপজেলার হরিনারায়নপুর বাজার থেকে কেনাকাটা শেষে ভুক্তভোগী বাড়ি ফেরার পথে বাড়াদী এলামপাড়া থেকে তাকে তুলে নিয়ে যায় সংগ্রাম। দীর্ঘ ধরে ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সংগ্রাম।
ভুক্তভোগীর ভাই বলেন, ‘আমার বোনকে মাঝে মধ্যেই বিরক্ত করতো সংগ্রাম। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় আমার বোনকে জোর করে তুলে নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যেয়ে অনেক খোঁজাখুঁজি করেও বোনের কোনো সন্ধান পায়নি। সংগ্রামের সঙ্গে আমার বোনের প্রেমের কোনো সম্পর্ক ছিল না। আগামীকাল আমার বোনের বিয়ে। সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে এই ঘটনা ঘটেছে।’
নাম প্রকাশ না করা শর্তে হরিনারায়ণপুর ও বাড়াদী গ্রামের একাধিক ব্যক্তি জানান, সংগ্রামের সঙ্গে ভুক্তভোগীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সংগ্রামের আর্থিক অবস্থা মেয়ের পরিবারের তুলনায় খারাপ হওয়ায় তার সঙ্গে বিয়ে দিতে রাজি হয়নি। এই কারণে প্রেমিক-প্রেমিকা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে থাকতে পারে।
সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন শেখ হিমেল বলেন, ‘কারও ব্যক্তিগত জীবনের দায়ভার সংগঠন নেবে না। যদি সংগ্রাম সত্যিই এ ধরনের কাজ করে থাকে তাহলে অবশ্যই আমি এ বিষয়ে আমার সিনিয়র নেতাকর্মীকে জানাব। সংগঠন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’
অভিযুক্ত আদিপুজ্জামান সংগ্রামের মোবাইলে বারবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া গেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুনুর রহমান বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী শাহীনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত রিপোর্ট দিলেই এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এসআই মো. ইউসুফ আলী শাহীন বলেন, ‘অভিযোগ হাতে পাওয়ার পর তদন্ত শুরু করেছি। অভিযুক্ত সংগ্রাম নিজের মোবাইলটি বন্ধ করে আত্মগোপনে আছেন। তবে মেয়েটিকে ফেরত দেওয়ার জন্য সংগ্রামের নিকট আত্মীয়দের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। আমি আশা করছি ভুক্তভোগীতে দ্রুত উদ্ধার করতে পারব।’