এক ম্যাচ হাতে রেখেই স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দল। স্বাভাবিকভাবেই ম্যাচটি অজিদের কাছে স্রেফ নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। তবে লজ্জার হোয়াইটওয়াশ এড়াতে জেতার বিকল্প নেই টাইগ্রেসদের।
তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বুধবার বাংলাদেশের মুখোমুখি হবে অজি মেয়েরা। তবে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় এবার টি-২০ সিরিজ নিয়ে ভাবনা শুরু করেছে সফরকারীরা।
সমান তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে আগামী ৩১ মার্চ। পরের দুটি মাঠে গড়াবে যথাক্রমে ২ ও ৪ এপ্রিল। এই সিরিজ দিয়ে চলতি বছর বাংলাদেশে অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় অস্ট্রেলিয়া।
সোমবার মিরপুরে সংবাদমাধ্যমকে অস্ট্রেলিয়ান লেগ স্পিনার জর্জিয়া ওয়ারেহাম বলেন, ‘টি-২০ বিশ্বকাপের আগে এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেয়াটা গুরুত্বপূর্ণ। আক্রমণাত্মক ব্র্যান্ডের ক্রিকেট খেলার মধ্যে থাকতে হবে। এখানে ওয়ানডে সিরিজের পর টি-২০ সিরিজও রয়েছে। সামনে টি-২০ বিশ্বকাপ থাকায় এখানের কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার বিষয়টি কাজে দিবে বলে আশা করছি।’
জর্জিয়া বাংলাদেশ সফরে আসার আগে নারী আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছেন। ভারতের এই টুর্নামেন্ট খেলার ফলে কন্ডিশন অনেকটা একই রকম কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘(হাসি) হ্যাঁ। কন্ডিশন কাছাকাছি অনেকটা। তবে এটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আসলে (ডব্লিউপিএলের) টি-২০ ক্রিকেটের খেলার মান আমাদের এই সিরিজের আগে ভালো অবস্থায় নিতে পেরেছে। বিশেষ করে বছরের এই সময়টায়।’