জাতীয়

বর্ণিল আলোকসজ্জায় সেজেছে স্মৃতিসৌধ

মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধ ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। এ উপলক্ষে পুরো স্মৃতিসৌধ এলাকাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় গিয়ে দেখা মেলে এমন দৃশ্যের।

দিবসটি উপলক্ষে পুরো স্মৃতিসৌধ এলাকায় রঙিন বাতির সমাহার দেখা যায়। সৌধের প্রতিটি ফটকেই লাল, নীল, সবুজ, হলুদসহ নানা রঙের বাতি শোভা পাচ্ছে।
এছাড়া অভ্যন্তরে বিভিন্ন গাছ, স্থাপনা ও ফুলের গাছের কাছেও বাতি জ্বলতে দেখা যায়।

প্রতি বছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে এমন আলোকসজ্জা করে থাকে স্মৃতিসৌধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগ।

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজের জন্য কয়েক দিন আগে থেকেই জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়।

এবারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভুটানের রাজার আগমন উপলক্ষে সৌধ এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. আবদুল্লাহিল কাফী বলেন, ‘২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিন মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতি এবং ভুটানের রাজা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভুটানের রাজার আগমন উপলক্ষে স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button