অপরাধজাতীয়

বান্দরবানে সোনালী ব্যাংক লুট, ম্যানেজার অপহরণ

বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। অসমর্থিত একটি সূত্র বলছে, পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএফ) এঘটনা ঘটিয়েছে।

মঙ্গলবার (০২ এপ্রিল) রাত ৯ টার দিকে এঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা মুঠোফোনে জানান, ‘প্রায় ১শ জনের মত সশস্ত্র সন্ত্রাসীরা রুমা উপজেলা পরিষদ এলাকা ঘেরাও করে। এসময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে সোনালি ব্যাংকের ম্যানেজারকে ডেকে এনে বিদ্যুৎ না থাকার সুযোগে ব্যাংকে তান্ডব চালায়।’

ওই কর্মকর্তা আরো জানান, এসময় পুলিশ এবং আনসার বাহিনীর ১৪টি অস্ত্র, মোবাইল, ব্যাংকের বোল্টের সবটাকা’সহ ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিন’কে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র বাহিনীরা।’

অস্ত্রধারীদের হামলায় ইউএনও কার্যালয় ও ব্যাংকের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।

রুমা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী কমিশনার ভূমি) দিদারুল আলম জানান, সশস্ত্র সন্ত্রাসীরা তান্ডব চালিয়ে গেছে রুমায়।

ব্যাংক থেকে কত টাকা নিয়ে গেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান দিদারুল আলম।

রুমার ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা জানান, ডাকাতদল সোনালী ব্যাংক লুট করেছে বলে শুনেছি। পুলিশ আনসারের অস্ত্রও লুট করেছে।

রুমা উপজেলা জুড়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানান এই জনপ্রতিনিধি।বান্দরবানে সোনালী ব্যাংক লুট, ম্যানেজার অপহরণ

বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। অসমর্থিত একটি সূত্র বলছে, পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএফ) এঘটনা ঘটিয়েছে।

মঙ্গলবার (০২ এপ্রিল) রাত ৯ টার দিকে এঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা মুঠোফোনে জানান, ‘প্রায় ১শ জনের মত সশস্ত্র সন্ত্রাসীরা রুমা উপজেলা পরিষদ এলাকা ঘেরাও করে। এসময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে সোনালি ব্যাংকের ম্যানেজারকে ডেকে এনে বিদ্যুৎ না থাকার সুযোগে ব্যাংকে তান্ডব চালায়।’

ওই কর্মকর্তা আরো জানান, এসময় পুলিশ এবং আনসার বাহিনীর ১৪টি অস্ত্র, মোবাইল, ব্যাংকের বোল্টের সবটাকা’সহ ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিন’কে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র বাহিনীরা।’

অস্ত্রধারীদের হামলায় ইউএনও কার্যালয় ও ব্যাংকের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।

রুমা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী কমিশনার ভূমি) দিদারুল আলম জানান, সশস্ত্র সন্ত্রাসীরা তান্ডব চালিয়ে গেছে রুমায়।

ব্যাংক থেকে কত টাকা নিয়ে গেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান দিদারুল আলম।

রুমার ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা জানান, ডাকাতদল সোনালী ব্যাংক লুট করেছে বলে শুনেছি। পুলিশ আনসারের অস্ত্রও লুট করেছে।

রুমা উপজেলা জুড়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানান এই জনপ্রতিনিধি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button