আন্তর্জাতিক

গাজায় তীব্র মানবিক সংকট, ঘণ্টায় মারা যাচ্ছে ৪ শিশু

গাজায় ইসরায়েলি আগ্রাসনে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, অনাহার ও পানিশূন্যতায় স্থানটিতে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

শুধু তাই নয় গণমাধ্যমটি ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি’র (পিআরসিএস) বরাত দিয়ে জানায়, পিআরসিএস’র করা এক্স-এ এক পোস্টের মাধ্যমে জানানো হয়, ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে এক হাজার শিশু তাদের এক বা উভয় পা হারিয়েছে। এছাড়াও প্রতি ঘণ্টায় ৪ জন শিশু নিহত হচ্ছে বলেও খবরে উঠে আসে।

গাজা উপত্যকার উত্তরাঞ্চলের চিকিৎসকরা নানা আশঙ্কার কথা শোনাচ্ছেন। তারা সতর্ক করে বলেছেন, অত্যন্ত সীমিত সরবরাহ দিয়েই হাসপাতালের ওয়ার্ডে তীব্র অপুষ্টিতে ভুগছে এমন শিশু এবং ছোট শিশুদের চিকিৎসা করার চেষ্টা করছেন তারা।

এদিকে গাজায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে গেছে। ইসরায়েলের টানা ছয় মাস ধরে চলা এই হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৩ হাজার ৩৭ ফিলিস্তিনি নিহত এবং আরও ৭৫ হাজার ৬৬৮ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button