বিনোদন
এই ঈদে নামিরা
ঢালিউডের মডেল ও অভিনেত্রী নামিরা আহমেদ। সম্পূর্ণ রমজান মাস জুড়ে ব্যস্ততম দিন পার করেছেন তিনি। নিয়মিত দেখা গেছে চ্যানেল নাইনের রমজান ব্যাপী অনুষ্ঠান ‘ইফতার বাজার’-এ। এছাড়া ‘আমার সবই তোমার’ শিরোনামের নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
তাছাড়া ভয়েজ টিভিতে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ঈদের চাঁদ’ এবং বাংলাদেশ টেলিভিশনের ডোকুমেন্ট্রি ‘পুরান ঢাকার ঈদ’-এও দেখা যাবে তাকে। ঈদের কাজ নিয়ে নামিরা আহমেদ বলেন, ঈদের সময় কাজের চাপ থাকে বেশি। আমি শুধু মডেলিং ও উপস্থাপনায় ব্যস্ত থাকি না। অভিনয়ও করি। যার ফলে ব্যস্ততা বেশি থাকে।
‘আমার সবই তোমার’ সম্পর্কে বলেন, প্রধান চরিত্রে অভিনয় করা এটাই আমার প্রথম নাটক। নাটকটিতে কাজ করতে গিয়ে অনেক মজা পেয়েছি। শুধু এটুকু বলবো, রোমান্টিক-বিরহ ধারার নাটকটিতে দর্শকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।